চট্টগ্রামের বাঁশখালীতে লবণের মাঠ ও চিংড়ি ঘের দখল নিয়ে ‘মনসুর গ্রুপ’ ও ‘কবির গ্রুপ’ নামে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছররা গুলিতে দুই কিশোরসহ চারজন আহত হয়েছেন।সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উপজেলার পশ্চিম সরল এলাকায় দফা দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।আহতরা হলেন- আবু তাহের (৫৫) ও মো. রুবেল (২১)। আহত দুই কিশোরের নাম জানা যায়নি। আহত ব্যক্তিরা কে কোন পক্ষের তা নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয় বাসিন্দারা জানান, আবুল মনসুর ও কবির আহমদ নেতৃত্বাধীন দুগ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। আধিপত্য বিস্তার ও দখল নিয়ে আগেও কয়েকবার সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যায় সংঘর্ষ শুরু হয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।অপরাধীদের দল-মতের ঊর্ধ্বে আইনের আওতায় আনা হবে : পুলিশ সুপারবাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের...