ঝিনাইদহের বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা এসআই মিরাজুল ইসলাম হত্যা মামলায় আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা আসামি মো. লিয়াকত শেখ ওরফে লিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১০ ও র্যাব-৪ এর একটি যৌথ বিশেষ অভিযানে ঢাকা জেলার ধামরাই থানার চরডাউটিয়া এলাকা থেকে মঙ্গলবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার বিকালে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০১১ সালের ২৩ আগস্ট রাতে ঝিনাইদহ জেলা শহরের বাস মালিক সমিতি অফিসের সামনে একটি মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে একটি পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা পরে ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলামের বলে শনাক্ত হয়। তবে ঘটনাস্থলে এসআই...