প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘একটি সুন্দর, সুষ্ঠু নির্বাচন যেন আমরা উপহার দিতে পারি, সে ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই। আমাদের ইন্টেনশন গুড। ইলেকশন কমিশন রিয়েলি ইন্টারেস্টেড টু ডেলিভারি ইলেকশন। এই মেসেজটা আপনারা দিয়ে দেবেন এবং নারী ভোটাররা যাতে ভোট সেন্টারে আসে।’ আজ মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নারী নেত্রীদের সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে সিইসি এসব কথা বলেন। এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘ভোটের সময় গাড়ি ঘোড়া বন্ধ থাকে। ফিজিক্যালি ডিজেবল যারা, তারা যাতে কমফোর্টেবলি আসা-যাওয়া করতে পারে, এগুলো আমাদের পক্ষ থেকে নিশ্চিত করা সম্ভব, মানে গ্রাউন্ড ফ্লোরে যাতে ভোটকেন্দ্র হয়।’ এদিন সকালে নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা করতে...