দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়েছে। তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত প্রতিবেদন পেয়ে পরবর্তী বিচারিক প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অপরাধ প্রমাণিত হলে আওয়ামী লীগ নিষিদ্ধ, সম্পদ জব্দসহ নানা পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও জানান তিনি। সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ রয়েছে আওয়ামী লীগের দলীয় কার্যক্রম। তবে জুলাই অভ্যুত্থান দমনে দল হিসেবে আওয়ামী লীগের অপরাধের বিচারের দাবি অনেকের। গত বছর অক্টোবরে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ‘কারফিউ দিয়ে আন্দোলনকারীদের হত্যার সিদ্ধান্ত নেওয়া’ অভিযোগে আওয়ামী লীগ ও শরিক ১৪ দলের বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দেন। সেই অভিযোগের ভিত্তিতেই আওয়ামী লীগের অপরাধ আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান, এরই মধ্যে বিভিন্ন মামলায় যেসব সাক্ষী আওয়ামী লীগের সাংগঠনিক...