দেশের সবচেয়ে বড় তারকা শাকিব খান তার আসন্ন চলচ্চিত্র ‘সোলজার’ নিয়ে আবারও আলোচনায়। সোশাল মিডিয়া ও গণমাধ্যমজুড়ে চলছে নানা জল্পনা, গুঞ্জন, বিশ্লেষণ— বাংলাদেশি চলচ্চিত্রের সবচেয়ে আলোচিত খবর এখন নিঃসন্দেহে ‘সোলজার’। চলচ্চিত্রটি প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড, আর পরিচালনায় আছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ। এরইমধ্যে শুরু হয়ে গেছে শুটিং। সংশ্লিষ্টরা জানাচ্ছেন, সবকিছু পরিকল্পনামতো চললে ‘সোলজার’ বাংলা চলচ্চিত্রে এক নতুন অধ্যায় সূচনা করতে পারে। নাম শুনে অনেকে ভেবে নিতে পারেন এটি হয়তো একজন সৈনিকের যুদ্ধগাথা। কিন্তু নির্মাতার ভাষ্যে, ‘সোলজার’ কেবলই যুদ্ধ বা দেশপ্রেমের গল্প নয়—এটি নতুন বাংলাদেশের সেই সাহসী প্রজন্মের গল্প, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, অধিকার আদায়ে সোচ্চার হয়, এবং দেশের জন্য কিছু করতে চায়। পরিচালক সাকিব ফাহাদ বলেন,“আমরা চাইছি, শাকিব ভাই যেন দেশের সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে উঠুন।...