যুক্তরাজ্যের শিক্ষার্থীদের ইসরায়েলবিরোধী বিক্ষোভে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার (৭ অক্টোবর) হামাসের ইসরায়েল আক্রমণের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এই ঘোষণা দেন তিনি। স্টারমার বলেন, ‘৭ অক্টোবর বিক্ষোভ আয়োজন করা অ-ব্রিটিশ আচরণের পরিচায়ক। অতীতেও কিছু মানুষ এই দিনে সংঘটিত ঘটনার অজুহাত নিয়ে ব্রিটিশ ইহুদিদের ওপর হামলা চালিয়েছিল।’ যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের আশঙ্কা রয়েছে। বিশেষ করে লন্ডনের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা রাজধানীতে যৌথ মিছিলের প্রস্তুতি নিচ্ছেন। ম্যানচেস্টার, গ্লাসগো, এডিনবরো ও ব্রিস্টল শহরেও একই ধরনের বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। স্টারমার আরও বলেন, ‘যারা ইহুদি সম্প্রদায়ের ক্ষতি করতে চায় তাদের বিরুদ্ধে যুক্তরাজ্য সবসময় ঐক্যবদ্ধ থাকবে। সম্প্রতি দেশের রাস্তায় ইহুদিবিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম বেড়ে গেছে। আমাদের ইহুদি সম্প্রদায়ও এর শিকার হচ্ছেন।’ অন্যদিকে, কনজারভেটিভ দলের নেতা কেমি ব্যাডেনক সতর্ক করেছেন, এই বিক্ষোভ যেন ঘৃণার...