বলতে গেলে একাই লড়লেন সোবহানা মোস্তারি। করলেন লড়াকু হাফসেঞ্চুরি। শেষদিকে এসে ব্যাট হাতে ঝড় তুললেন রাবেয়া খান। এই দুজনের ব্যাটে চড়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রায় ৫০ ওভার খেললো বাংলাদেশ। ৪৯.৪ ওভারে অলআউট হলো ১৭৮ রানে। গৌহাটিতে নারী বিশ্বকাপের ম্যাচে জিততে হলে ইংলিশদের করতে হবে ১৭৯ রান। ইংল্যান্ডের শক্তিশালী বোলিং লাইনআপ। আগের ম্যাচেই ৬৯ রানে অলআউট করেছে দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশের জন্য কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে, জানা ছিল আগেই। কঠিন পরীক্ষাই দিতে হলো। গৌহাটিতে টস হেরে ব্যাট করতে নেমে শারমিন আক্তারের ব্যাটে ভালো শুরু করেছিল বাংলাদেশ। যদিও আরেক ওপেনার রুবাইয়া হায়দার ৪ রানেই সাজঘরে ফেরত যান। তারপরও ওপেনিং জুটিতে ২৪ রান তোলে বাংলাদেশ। এরপর নিগার সুলতানাও রুবাইয়ার মতো ব্যর্থতার পরিচয় দেন। রানের খাতা না খুলেই আউট হয়ে যান বাংলাদেশ অধিনায়ক। ২৫ রানের মধ্যে...