ওপার বাংলার জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণীকে ঘিরে আলোচনার অন্তত নেই। গত এক দশক ধরে তাদের সম্পর্কের মিষ্টি–দুষ্টু মুহূর্ত বহুবার শিরোনামে এসেছে। সম্প্রতি মুক্তির অপেক্ষায় থাকা সিনেমা প্রজাপতি-২ নিয়ে ব্যস্ত দেব। সিনেমার পোস্টার ও টিজার ইতোমধ্যে নেটিজেনদের নজর কেড়েছে। এবারের গল্পে দেবকে সিঙ্গেল ফাদার হিসেবে দেখা যাবে। বাস্তব জীবনে বাবা হওয়ার ইচ্ছে জানতে চাইলে তিনি বলেন, আগে তো বিয়ে করতে হবে। দেব আরও বলেন, আমি পরিবারিক ইচ্ছে ও ভাগ্যের ওপর বিশ্বাসী। আমি মনে করি,...