ঢাকার নবাবগঞ্জ উপজেলার প্রান্তিক এলাকা হিসেবে পরিচিত বারুয়াখালী ইউনিয়ন। কৃষক, শ্রমিক ও প্রবাসী অধ্যুষিত এই ইউনিয়নটি উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। ভোটার সংখ্যা প্রায় ১৫ হাজার। দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের মানুষের প্রধান যোগাযোগপথ, বারুয়াখালী প্রাইমারি স্কুল মোড় থেকে ব্রাহ্মণখালী সরিষার তেল কারখানা পর্যন্ত সড়কটি বর্তমানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তার বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। চলমান মৌসুমে বৃষ্টির পানিতে এসব গর্তে পানি জমে থাকায় জনসাধারণের চলাচল দুঃসহ হয়ে উঠেছে। প্রায়ই মোটরসাইকেল, ভ্যান, অটোরিকশা, ইজিবাইক ও ছোট যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। স্কুল ও কলেজগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি এখন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে স্থানীয় কৃষক নিজাম উদ্দিন বলেন, “এই সড়ক দিয়েই এলাকার মানুষ বারুয়াখালী হাট-বাজারে...