মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তির্যক মন্তব্যের জবাব দিয়েছেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। ট্রাম্প তার ‘রাগের সমস্যা’ নিয়ে কটাক্ষ করার পর থুনবার্গ পাল্টা মন্তব্যে ইঙ্গিত দেন— হয়তো ট্রাম্পেরই নিজের রাগ নিয়ন্ত্রণে সাহায্যের প্রয়োজন। ২২ বছর বয়সি এই জলবায়ু আন্দোলনকর্মী মঙ্গলবার সকালে ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, শুনেছি ডোনাল্ড ট্রাম্প আবারও আমার চরিত্র নিয়ে তার প্রশংসনীয় মন্তব্য করেছেন। আমার মানসিক স্বাস্থ্যের প্রতি তার এই উদ্বেগ আমি প্রশংসা করি। তিনি আরও লিখেছেন, এই তথাকথিত ‘রাগ নিয়ন্ত্রণ সমস্যা’ মোকাবিলায় আপনার যদি কোনো পরামর্শ থাকে, আমি তা সানন্দে গ্রহণ করব— কারণ আপনার অতীত আচরণ দেখলে মনে হয়, আপনি নিজেও এই সমস্যায় ভুগছেন। ইসরাইলের হাতে গ্রেফতার ও পরবর্তীতে দেশ থেকে বহিষ্কারের পর ট্রাম্প থুনবার্গকে ‘রাগী’ ও ‘বিতর্ক সৃষ্টিকারী’ বলে মন্তব্য করেন। ইসরাইলি নৌবাহিনী সম্প্রতি গ্লোবাল সুমুদ...