০৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৯ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৯ পিএম মৎস্যভান্ডার খ্যাত ফরিদপুর -সদরপুর-চরভদ্রাসনের উপজেলার ৫টি বৃহত্তর চড়। এই ৫টি চড়ে কমপক্ষে ৩০ হাজার চরবাসীর বসবাস। এখান মানুষ সবাই কর্মজীবী। বেশির ভাগ মানুষ পদ্মার বুকে ইলিশ মাছ সহ দেশি প্রজাতির মাছ ধরে। এই মাছ স্থানীয় বাজার, শহর, বন্দর ও উপশহর অথবা গ্রামগুলোতে ঘুরে ঘুরে মাছ বিক্রি করে। মাছ যারা ধরে এবং যারা পেশাদার জেলে তারা শীত গ্রীষ্মের ভরা মৌসুমে ও ভাটির দিনে সারা বছরই নানান কৌশলে মাছে ধরেই বাজার বিক্রি করে সংসার চালায়। এরা কখনই পেশা পরিবর্তন করেন না। পাশাপাশি চড়ের ২০% মানুষ তারা কৃষি নির্ভর মানুষ। এরাও সারা বছরই পদ্মার বুকে জেগে উঠা চড়ের বালু মাটিতে তিন ফসিল জমি চাষ করে তারা আদর্শ কৃষক বনে গেছেন। এদের...