যুক্তরাজ্যে হঠাৎ চীনা গাড়ির জয়জয়কার শুরু হয়েছে। দেশটিতে বিওয়াইডির বৈদ্যুতিক গাড়ি বিক্রি বেড়েছে একলাফে ৮৮০ শতাংশ। চীনা গাড়ি নির্মাতা সংস্থাটি জানিয়েছে, এর ফলে চীনের বাইরে তাদের সবচেয়ে বড় বাজারে পরিণত হয়েছে যুক্তরাজ্য। আগের বছরের একই সময়ের তুলনায় গত সেপ্টেম্বরে যুক্তরাজ্যে বিওয়াইডির বিক্রি বেড়েছে ৮৮০ শতাংশ। গত মাসে যুক্তরাজ্যে ১১ হাজার ২৭১টি গাড়ি বিক্রি হয়েছে বিওয়াইডির। এতে সিল ইউ স্পোর্টস ইউটিলিটি ভেহিকলের (এসইউভি) প্লাগ-ইন হাইব্রিড সংস্করণ প্রধান অবদান রেখেছে বলে জানানো হয়েছে। আরও পড়ুন>>ইলন মাস্কের টেসলার সামনে মহাবিপদ!অ্যাপল যেখানে ব্যর্থ, সেখানেই শাওমির চমকইলন মাস্কের টেসলাকে ছাড়িয়ে গেলো চীনা কোম্পানি বিওয়াইডি গাড়ি শিল্প সংস্থা এসএমএমটি জানিয়েছে, সেপ্টেম্বরে যুক্তরাজ্যে বৈদ্যুতিক গাড়ির (ইভি) বিক্রি সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাজ্য চীনা ইভি নির্মাতাদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়। কারণ সেখানে চীনা গাড়িতে শুল্ক আরোপ করা হয়নি, যা...