রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে আচরণ লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন ছাত্রদল ও ছাত্রশিবির মনোনীত প্যানেল। ছাত্রশিবিরের অভিযোগ, ছাত্রদল নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে ভোটের মাঠ প্রভাবিত করতে অর্থ ছড়াচ্ছেন। অন্যদিকে ছাত্রদলের অভিযোগ, ছাত্রশিবির নানান উপহার-উপঢৌকন দিয়ে শিক্ষার্থীদের প্রভাবিত করছে। গতকাল দুপুর ১টার দিকে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগপত্র জমা দেন ছাত্রশিবির মনোনীত প্যানেল। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পাল্টা অভিযোগ দিয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেল। প্রথমে দুপুরের দিকে নির্বাচনে ছাত্রদল মনোনিত প্যানেলের বিরুদ্ধে অর্থের বিনিময়সহ কয়েকটি অভিযোগ এনে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জমা দেয় ছাত্রশিবির মনোনীত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। লিখিত অভিযোগে তারা বলেন, ‘ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা ক্লাসরুমে প্রবেশ করে প্রচারণা চালাচ্ছেন, নির্ধারিত সময়ের বাইরে প্রচার কার্যক্রম করছেন এবং...