টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।মঙ্গলবার (০৭ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে এলেঙ্গা-জামালপুর জাতীয় মহাসড়কের বাংড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- কালিহাতী উপজেলার কোনাবাড়ী এলাকার জহের আলী (৪৫) ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী (৪২)। আহতরা হচ্ছেন বানিয়াফৈর এলাকার করিমের ছেলে উজ্জল (৩০), ফজল (৫০), জয়নাল আবেদীনের ছেলে মফিজ (৪৫), মৃত খলিলের ছেলে সোলাইমানসহ (২২) অন্তত ১০ শ্রমিক।প্রত্যক্ষদর্শী নির্মাণ শ্রমিক কালাম মিয়া জানান, আমরা ঘুনি সালেংকা এলাকায় ঢালাইয়ের কাজ শেষ করে পিকআপ ভ্যানে করে এলেঙ্গার দিকে ফিরছিলাম। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি কুড়াবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের ডানপাশে থাকা শ্রমিকরা ছিটকে সড়কে পড়ে যায় এবং গুরুতর আহত হয়।টঙ্গীতে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভতিনি জানান, দুর্ঘটনার...