এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করেছের্যাব-১২ সদস্যরা। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে। সোমবার বিকালে সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেনর্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ। আটকরা হলেন- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের রহম আলী শেখের ছেলে মো. বাবু (৩৪) ও নতুন সয়দাবাদ গ্রামের শহিদের ছেলে সাহা (২৯)। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, রাতে মহাসড়কে প্রাইভেটকার থামিয়ে ডাকাতির ঘটনায় সন্দেহভাজন আসামি হিসেবে তাদের আটক করা হয়েছে। আটক বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতার অভিযোগে বিভিন্ন থানায় ১৫টি ও সাহার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। উল্লেখ্য, শুক্রবার (৩ অক্টোবর) রাতে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের ঝাঐল ওভারব্রিজ এলাকায় প্রাইভেটকার থামিয়ে লুটপাট চালায়...