মঙ্গলবার সকালে নগরকান্দা পৌর এলাকার মীরাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। চুল কাটার ঘটনার তিন মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। চোর চক্রের সদস্যরা হলেন, নগরকান্দা উপজেলার ফুলসুতি ইউনিয়নের ফুলসুতি গ্রামের সেলিম মাতুব্বরের ছেলে মো. আকাশ (২৬), সলিথা গ্রামের মোশাররফের ছেলে বরকত মোল্যা (২৯) ও খোরশেদ মাতুব্বরের ছেলে এনামুল মিয়া (২২)। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, তিন যুবককে পিটমোড়া করে বেধে তাদের মাথার চুল কেচি দিয়ে কেটে দিচ্ছেন এক ব্যক্তি। পাশেই কয়েকজন মুরব্বী চেয়ারে বসে আছেন এবং শতাধিক সাধারণ মানুষ দাঁড়িয়ে থেকে চুল কাটার দৃশ্য দেখছেন। কেউ কেউ ভিডিও ধারণ করছেন। এ সময় ওই তিন যুবককে কেউ একজন বলছে, “ওই তোরা চুরি করছিস। তোদের এত বড় সাহস কেমনে হইলো, তোরা চুরি করস।” খোঁজ নিয়ে জানা...