আবারও শাপলা প্রতীক চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে চিঠি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই চিঠিতে শাপলা প্রতীকের ৭টি নমুনা আঁকিয়েও পাঠিয়েছে দলটি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাক্ষরিত এই চিঠি মঙ্গলবার (৭ অক্টোবর) ইসি সচিব বরাবর ই-মেইল করে পাঠানো হয়। চিঠির ভাষ্য অনুযায়ী, গণমানুষের সঙ্গে শাপলা প্রতীক কেন্দ্রিক গভীর সংযোগ স্থাপিত হয়েছে এনসিপির। এটি ব্যতীত ইসির সংরক্ষিত তালিকা থেকে কোনও প্রতীক বেছে নেয়া সম্ভব নয় দলটির। বরং ইসির প্রতীক তালিকায় ‘শাপলা’ যুক্ত করতে নির্বাচন পরিচালনা বিধি সংশোধনের দাবি জানিয়েছে দলটি। এক্ষেত্রে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলার যেকোনো একটি প্রতীক এনসিপির জন্য কমিশন বরাদ্দ রাখবে বলে আশা প্রকাশ করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইসির সঙ্গে প্রতীক নিয়ে একাধিকবার আলোচনার ধারাবাহিকতার বিষয়টিও এনসিপি তাদের চিঠিতে তুলে ধরেছে। চিঠিতে এনসিপি নির্বাচন কমিশনের...