জোরাম ভ্যান ক্লাভেরেন ২৩ জানুয়ারি ১৯৭৯ সালে নেদারল্যান্ডসের আমস্টারডামে জন্মগ্রহণ করেন। তিনি ভ্রিয়ে ইউনিভার্সিটি (Vrije Universiteit Amsterdam)–তে ধর্মতত্ত্ব/ধর্মীয় অধ্যয়ন করেছেন এবং রাজনৈতিক জীবনে চরম ডানপন্থী ফ্রিডম পার্টি (PVV)-এর একজন সাংসদ ছিলেন।ভ্যান ক্লাভেরেন PVV–র একজন উগ্র সমর্থক ও দলগত কার্যক্রমে সক্রিয় ছিলেন। সংসদ সদস্য থাকাকালীন তিনি ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন — কখনও কোরআনকে ‘বিষাক্ত’ বলে অভিহিত করা, মসজিদ ও ইসলামিক স্কুল সমূহ বন্ধ করার প্রস্তাব উত্থাপন করা ইত্যাদি মন্তব্যের জন্য তিনি সুপরিচিত ছিলেন। এই প্রতিকূল অবস্থান ও বক্তব্য তাকে নেদারল্যান্ডসের একটি প্রভাবশালী কিন্তু বিতর্কিত চেহারা হিসেবে পরিচিত করায়।রাজনীতি ছেড়ে তিনি ইসলামবিৰোধী বই লেখার পরিকল্পনা নেন—তবে লেখার জন্য তথ্য অনুসন্ধান করার সময় তিনি দেখেন যে তাঁর ধারণাগুলো পাইপ থেকে ভিন্ন এবং বেশ কিছু জটিল ধর্মীয় ও ঐতিহাসিক প্রশ্ন উত্থাপিত...