নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার (০৭ অক্টোবর) বিকেলে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে সোবহানা মোস্তারি, রাবেয়া খান ও শারমিন আক্তারের ব্যাটে ভর করে ৪৯.৪ ওভারে ১৭৮ রানে অলআউট হয়েছে সারোয়ার ইমরানের শিষ্যরা। জিততে ইংল্যান্ডের মেয়েদের করতে হবে ১৭৯ রান। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ব্যাটাররা আজ সুবিধা করতে পারেননি। ব্যাট হাতে মাত্র চারজন দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে সবনম ১০৮ বলে ৮ চারে করেন সর্বোচ্চ ৬০ রান। তার আগে শারমিন ৫২ বলে ৬ চারে করেন ৩০ রান। শেষদিকে রাবেয়া মাত্র ২৭ বলে ৬টি চার ও ইনিংসের একমাত্র ছক্কায় অপরাজিত ৪৩ রান করেন। তার এই ক্যামিও না হলে বাংলাদেশের রান আরও কম হতে পারত। এছাড়া শর্না আক্তার করেন ১০ রান। বাকিদের কেউ...