মাকে কাঠগড়ায় দেখে কাঁদলেন নরসিংদী পৌরসভার সাবেক মেয়র লোকমান হোসেন এবং সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী দম্পতির মেয়ে নাজা। আদালতের দরজায় মেয়েকে দাঁড়ানো দেখে কান্না করেন বুবলীও। মঙ্গলবার (৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতের এ দৃশ্য দেখা যায়। তেজগাঁও থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে বুবলীকে গত ২৮ সেপ্টেম্বর রাতে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। ৩০ সেপ্টেম্বর বুবলীর ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খান। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন মঙ্গলবার ধার্য করেন। এ দিন শুনানিকালে তাকে আদালতে হাজির করা হয়। বুবলীকে দেখতে মেয়ে-বোনসহ স্বজনরা আদালতে আসেন। ২টা ৫২ মিনিটের দিকে বুবলীসহ ১৭ জনকে আদালতের পঞ্চম তলার ১০ নম্বর কোর্টে...