ঢাকা: বর্তমানে দেশে তিনটি শক্তি প্রভাব বিস্তার করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই প্রভাব বিস্তারকারী শক্তিগুলোর মধ্যে দুটি আঞ্চলিক এবং একটি বিশ্বমোড়ল শক্তি। যদিও তাদের স্বার্থ ভিন্ন, তবুও বাংলাদেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।মঙ্গলবার (৭ অক্টোবর) তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ আরও জানান, ব্রিটিশ শাসন আমল থেকেই বিদেশি শক্তিগুলো এই অঞ্চলে নিজেদের স্বার্থ রক্ষায় একটি মধ্যস্বত্বভোগী শ্রেণি গড়ে তুলেছে। আজও সেই ধারা অব্যাহত রয়েছে এবং তারা শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।শহিদ আবরার ফাহাদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আবরার এদেশের মানুষের জন্য জীবন দিয়েছে। আমাদের সকলকে সবার বক্তব্যে, সোশ্যাল মিডিয়ার ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে এগিয়ে যেতে হবে।তিনি আরও বলেন,...