সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) আরও জোরদার ও শক্ত ভূমিকা পালন করার পরামর্শ দিয়েছেন নির্বাচন বিশেষজ্ঞরা। নির্বাচনী সংলাপে অংশ নিয়ে তারা বলেন, কেবল আইন ও আইনের নির্দেশনা জারি করে ক্ষান্ত হলে চলবে না। স্বচ্ছতা দিয়ে ইসির কার্যক্রম চালাতে হবে। নির্বাচন কর্মকর্তাদের যথেষ্ট সুযোগ-সুবিধা দিতে হবে।মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংলাপে এসব পরামর্শ দেন নির্বাচন বিশেষজ্ঞরা। এই সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন, চার কমিশনার এবং নয়জন সাবেক নির্বাচন কর্মকর্তা ও একজন পর্যবেক্ষক অংশ নেন। সংলাপে অংশ নেন সাবেক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জকরিয়া, নির্বাচন পর্যবেক্ষক মুনিরা খানম, সাবেক নির্বাচন কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক যুগ্মসচিব মোহাম্মদ নুরুজ্জামান তালুকদার, সাবেক নির্বাচন কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদ, ঢাকা জেলার সাবেক নির্বাচন...