মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ‘শত বছরের আবর্জনার মধ্যে ঢুকে পড়েছে ইন্টেরিম (অন্তর্বর্তী সরকার)। রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে দুর্নীতি। আমরা সব জায়গায় হাত দিতে পারিনি।’ গাজীপুরের টঙ্গীর স্টেশন রোডে আজ মঙ্গলবার দুপুরে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প পরিদর্শন এবং কর্মকর্তা- কর্মচারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা। শারমীন এস মুরশিদ বলেন, ‘আমরা শত যুগের আবর্জনার মধ্যে পড়েছি। যুগ যুগ ধরেই এ অব্যবস্থাপনা চলছে। আমাদের দেখতে হবে কাজের পরিধি এবং সময় কী পরিমাণ। সেই সময়ের সঙ্গে কাজ ভাগ করলেই বুঝবেন কেন আমরা সব জায়গায় হাত দিতে পারিনি। তবে যেখানেই আমরা হাত দিচ্ছি, সেখানেই সংস্কার হচ্ছে।’ এসময় উপদেষ্টা আরও বলেন, অব্যবস্থাপনার...