নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রতিবন্ধী ভোটারদের ঘরে বসে ভোট দেওয়ার প্রস্তাবটি যুগান্তকারী ও যুক্তিসংগত। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সমাজের বড় একটি অংশ সহজে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবে।মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে নারী প্রতিনিধিদের সঙ্গে সংলাপের সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সংলাপে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নারী প্রতিনিধিত্ব ও রাজনৈতিকদলের নিবন্ধন প্রসঙ্গে ইসি সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলো যদি ২০৩০ সালের পর ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে না পারে, তাহলে তাদের আর সময়সীমা বাড়ানো হবে না। তিনি প্রস্তাব করেন যে, নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে না পারলে দলের পুনরায় নিবন্ধনের বিষয়টি নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাবনায় পাস করালে রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে...