বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, “সৌদি আরব থেকে প্রবাসী আয় পাঠানোর খরচ বর্তমানে তুলনামূলক অনেক বেশি। দুই দেশের আর্থিক খাত যদি যৌথভাবে কাজ করে, তবে সৌদি আরব থেকে রেমিট্যান্স পাঠানোর এই খরচ কমানো সম্ভব হবে।” মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে সৌদি আরব-বাংলাদেশ বিজনেস সামিট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। সৌদি আরব-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই) এই সামিট আয়োজন করে। সামিটে দুই দেশের ব্যবসায়ী, নীতি-নির্ধারক ও বিশেষজ্ঞরা অংশগ্রহন করেন।আরো পড়ুন:রপ্তানিতে দেশীয় বিমা কাভারেজের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংকবৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৩১.৬৭ বিলিয়ন ডলার রপ্তানিতে দেশীয় বিমা কাভারেজের অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বিজনেস সামিটে অংশ নেন স্বাস্থ্য, প্রযুক্তি, শিক্ষা, আরএমজিসহ বিভিন্ন খাতের ব্যবসায়ীরা। এছাড়া অংশ নেয় সরকারি কর্মকর্তা ও অর্থনীতিবিদরাও। সামিটের পণ্য প্রদর্শনী উদ্বোধন করেন...