দায়িত্ব নেয়ার পর প্রথম বোর্ড সভাতেই বিভিন্ন স্ট্যান্ডিং কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাধারণত দুয়েকটি সভার পর বিসিবির ২৩ বিভাগ ভাগ করে দেয়া হয়। এই সময়ে চলে যাচাই-বাছাই। কিন্তু এবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই সাজিয়েছেন সব কমিটি। মঙ্গলবার (০৭ অক্টোবর) মূলতবি বৈঠকে সিদ্ধান্ত হওয়ার পর দুপুর আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করে বিসিবি। তবে আপাতত দুই মাসের জন্য এই কিমিটি দায়িত্ব পালন করবে।আরো পড়ুন:বিসিবির পরিচালক নির্বাচনে আর্থিক লেনদেনের অভিযোগসর্বসম্মতিক্রমে বিসিবি সভাপতি আমিনুল আমিনুল গুরুত্বপূর্ণ তিনটি কমিটি নিজের কাছে রেখেছেন। বিসিবির ওয়ার্কিং কমিটি, গ্রাউন্ডস কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান থাকবেন তিনি। তবে সাবেক সভাপতি ও বর্তমান সহ–সভাপতি ফারুক আহমেদকে কোনো কমিটির চেয়ারম্যান করা হয়নি। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে থাকছেন নাজমুল আবেদীন ফাহিমই। এছাড়া যারা পেলেন যে দায়িত্ব পেলেনঃওয়ার্কিং...