আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডে ‘অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)’ পদে পরিশ্রমী ও আত্মবিশ্বাসী পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময় ও স্থানে উপস্থিত থেকে সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারেন। প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড পদের নাম: অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (এএমও)পদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা সমমানঅভিজ্ঞতা: প্রযোজ্য নয়। তবে প্রোডাক্ট সেলসে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।বেতন: ২৪,০০০ - ২৮,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে) চাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: পুরুষবয়স: ২৪-৩২ বছরকর্মস্থল: যে কোনো স্থান সাক্ষাৎকারের স্থান: ঢাকা- নাভানা এফ এস কসমো, বাড়ি # ৪/বি (২য় তলা), রোড # ৯৪, গুলশান-২, ঢাকা-১২১২। সাক্ষাৎকারের তারিখ: ১১, ১৮, ২৫ অক্টোবর ২০২৫ এবং ১ নভেম্বর ২০২৫ সাক্ষাৎকারের স্থান: বগুড়া- মাটির ঢালী বিমান মোড় (২য় বাইপাস), সাইক পলিটেকনিক সংলগ্ন, শাখারিয়া, বগুড়া। সাক্ষাৎকারের স্থান:...