যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ অস্বীকার করে, তাদের এই দেশে ভোট চাওয়া বা নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে আয়োজিত ‘সুষ্ঠু ও অর্থবহ নির্বাচনে দেশপ্রেমিক গণতান্ত্রিক রাজনৈতিক দলের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বরকত উল্লাহ বুলু বলেন, “যারা ৭১ সালে পাকিস্তানের পক্ষে ছিল, তারা এখন বাংলাদেশকে আফগানিস্তান, সিরিয়া কিংবা ইরাকের মতো অস্থিতিশীল করতে চায়। যারা ৭১-এর মুক্তিযুদ্ধ মানে না, ৩০ লাখ শহীদের রক্ত এবং জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করে, তাদের এ দেশে ভোট চাওয়ার কিংবা নির্বাচনে অংশ নেওয়ার কোনো অধিকার নেই। ” জামায়াত-শিবিরের উদ্দেশে তিনি বলেন, “আপনারা দীর্ঘ ১৭ বছর একটি রাজনৈতিক...