কক্সবাজারের টেকনাফ পৌরসভায় অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসরত ১৩ রোহিঙ্গা শরণার্থী এবং তাদের আশ্রয়দাতা দুই জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে র্যাব-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) আ ম ফারুক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সোমবার রাতে পৌরসভার কায়ুকখালী পাড়ার ‘আবদুল্লাহ ম্যানশন’ নামের একটি ভাড়া বাসায় রোহিঙ্গাদের আশ্রয় নেওয়ার খবরে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। এ অভিযানে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাসকারী ১৩ রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়। পাশাপাশি তাদের আশ্রয়দাতা ভবনের মালিক ও কেয়ারটেকারকেও আটক করা হয়। র্যাব...