হয়রানিমূলক মিথ্যা মামলা, অত্যাচার, নির্যাতন এবং চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে বিএনপি ও প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কয়েকটি পরিবার। মঙ্গলবার (৭ অক্টোবর) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ( ক্র্যাব) কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলনে মুকসুদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আহাজ্জাদ মহসিন খিপু মিয়া অভিযোগ করেন, ব্যানার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ এবং ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার পর সেলিমুজ্জামান সেলিম তার প্রতিপক্ষসহ অনেক নিরীহ ব্যক্তির নামে মিথ্যা মামলা...