০৭ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৪২ পিএম আমাদের বসতবাড়ির আঙিনা ও আশেপাশে অনেকের জমি খালি জায়গা পতিত পড়ে আছে। পতিত না রেখে যদি আবাদের আওতায় আনা যায় তাহলে যেমন টাটকা বিষমুক্ত সব্জি পরিবারের চাহিদা জোগাবে তেমনি বাড়তি আয় যোগ হবে পরিবারে। আর এতে কৃষি অফিসের পাশাপাশি সার্বিক সহযোগিতা থাকবে উপজেলা প্রশাসনের। হাটহাজারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনার আওতায় কৃষক-কৃষাণিদের মাঝে বিনামূল্যে বসতবাড়ির আঙিনায় শাক-সবজির বীজ ও মাঠে চাষযোগ্য জমির জন্য সবজির বীজ ও সার বিতরণ কার্যক্রমে উপজেলা কৃষি অফিসার মো. মিজবাহ উদ্দিনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সময় বিশেষ অতিথির বক্তব্য...