দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরতে রাজশাহীতে শুরু হয়েছে বিভাগীয় পর্যায়ের ‘সংস্কৃতি বিনিময় কর্মসূচি’। মঙ্গলবার বিকেলে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি অডিটোরিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। দুই দিনব্যাপী এই কর্মসূচি শেষ হবে বুধবার (৮ অক্টোবর)। অনুষ্ঠানের শুরুতে রাজশাহী জেলা ও নেত্রকোণার বিরিশিরি এলাকার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক দল অংশ নেয়। তারা নিজেদের গান, নাচ, বাদ্যযন্ত্র, পোশাক ও লোকজ ঐতিহ্যের প্রদর্শনের মাধ্যমে সংস্কৃতির বহুমাত্রিকতা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেন। উদ্বোধনের পর সাঁওতাল, ওরাও, মাহলী, মুণ্ডা, খাসি ও হাজং সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক ও ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, একাডেমির...