সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এমন এক ছবি, যা নাকি বলে দিতে পারে আপনি কতটা অলস বা মনোযোগী মানুষ। দেখতে সাধারণ মনে হলেও, ছবির ভেতরে লুকিয়ে আছে মানসিক বিশ্লেষণের এক মজার খেলা। শুধু ছবিটা দেখলেই হবে না—ভালো করে পর্যবেক্ষণ করুন, কারণ আপনি প্রথমে কী দেখছেন, সেটিই বলে দেবে আপনার ব্যক্তিত্বের একটি দিক। এই ভাইরাল অপটিক্যাল ইলিউশনটি প্রথমে শেয়ার করা হয় ইনস্টাগ্রামে। এরপর দ্রুত ছড়িয়ে পড়ে ফেসবুক ও এক্সে। ছবিটিতে দেখা যায়—একটি গাছ, চারজন মানুষের অবয়ব এবং সবকিছুকে ঘিরে থাকা এক নারীর বড় মুখ। তবে সবাই একই জিনিস দেখেননি। কেউ প্রথমে দেখেছেন নারীর মুখ, কেউ গাছ, আবার কেউ চারজন মানুষকে। আর এখানেই লুকিয়ে রয়েছে মূল রহস্য। বিশেষজ্ঞদের মতে, যারা ছবিতে প্রথমেই নারীর বড় মুখটি দেখছেন, তারা সাধারণত অলস প্রকৃতির হন এবং...