ঝিনাইদহের শৈলকূপায় খালের পানিতে ডুবে ছাহাদ বিশ্বাস (২) নামে শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার সারুটিয়া ইউনিয়নের চরবাখরবা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, মৃত শিশু ছাহাদ ওই গ্রামের সবুজ বিশ্বাসের ছেলে। নিহত শিশুর দাদা আজিজ বিশ্বাস জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে খেলা করছিল শিশু ছাহাদ। পরে তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে জিকে সেচ খালের পানিতে শিশুটির দেহ ভেসে থাকতে দেখা যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রাবেয়া খাতুন বলেন, ওই শিশুকে...