গত মৌসুম খুব বাজে কেটেছে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার জন স্টোন্সের। একের পর এক চোটে ভুগেছেন তিনি। তাতে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলতে পারেননি ৩০টির বেশি ম্যাচ। ভীষণ কঠিন সেই সময়ে মাত্র ৩০ বছর বয়সেই অবসরের ভাবনা পেয়ে বসেছিল তাকে। বিবিসি রেডিও ফাইভের লাইভে পেছনের কঠিন সেই সময়ের স্মুতি রোমন্থন করেন স্টোন্স। “গত মৌসুম আমার জন্য এতটাই কঠিন ছিল যে, একটা পর্যায়ে আমি থেমে যাওয়ার (অবসর নেওয়ার) কথাও ভেবেছিলাম। আমি সেটা করতে চাইনি। যথেষ্টর চেয়েও যেন বেশি পেশাদার হওয়ার এবং সামর্থ্যের মধ্যে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ছিলাম, কোনো সমাধান পাচ্ছিলাম না। সময়টা ছিল ভীষণ কঠিন।” “একটা সময় আসে যখন বোঝা যায় না যে, কেন এমন হচ্ছে এবং অনেক পরিশ্রম করার পর, সর্বোচ্চ পেশাদার হওয়ার পরও খেলতে না পারলে...