০৭ অক্টোবর ২০২৫, ০৭:০০ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৭:০০ পিএম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো নবনিযুক্ত শিক্ষকদের নিয়ে পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। এতে বিশ্ববিদ্যালয়ের ১৭টি বিভাগের মোট ৮৪ জন নবীন শিক্ষক অংশ নিচ্ছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইসমাঈল হোসেন সিরাজী ভবনের আইকিউএসি কনফারেন্স রুমে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। প্রশিক্ষণ কর্মশালায় নবীন শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য, গবেষণার নৈতিক মানদণ্ড, পেশাগত সততা, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্ক, আধুনিক পাঠদান পদ্ধতি, অ্যাকাডেমিক কারিকুলামের সৃজনশীলতা ও এক্রিডিটেশন প্রাপ্তির প্রক্রিয়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপকরা দিকনির্দেশনা দেবেন। কর্মশালা প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এবং সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক...