০৭ অক্টোবর ২০২৫, ০৬:০৫ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৬:০৫ পিএম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার পরের দিনই বিভিন্ন কমিটি সাজিয়ে তাদের দায়িত্ব বণ্ঠন করলেন আমিনুল ইসলাম বুলবুল। নিজের কাছে তিনি রেখেছেন গুরুত্বপূর্ণ তিনটি দায়িত্ব। নির্বাচনের দিন সোমবার নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভা শেষ না করেই মুলতবি ঘোষণা করা হয়। সভার বাকি অংশ হয়েছে পরের দিন মঙ্গলবার মিরপুরে বিসিবি কার্যালয়ে। সভায় বিসিবির ২৩টি স্থায়ী কমিটির প্রধানের দায়িত্ব বণ্টন হয়েছে নবনির্বাচিত পরিচালকদের মধ্যে। এর মধ্যে বিসিবির ওয়ার্কিং কমিটি, গ্রাউন্ডস কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন নতুন বিসিবি প্রধান। সিদ্ধান্ত হয়েছে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএলের পরের আসর আয়োজনেরও। সভা শেষে বিসিবির পরিচালক ইফতেখার রহমান সংবাদ সম্মেলনে জানিয়েছেন, স্থায়ী কমিটিগুলোর প্রধান নির্বাচন করে বোর্ডকে তা জানিয়েছেন বিসিবি সভাপতি নিজেই। দায়িত্বপ্রাপ্ত...