নির্বাচনে অংশ নিতে নিবন্ধনের দোরগোড়ায় পৌঁছে গেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সবকিছু ঠিকঠাক থাকলে শিগগিরই হাতে পেতে পারে নিবন্ধন সনদও। তবে শেষ মুহূর্তে দলটির পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ‘প্রতীক’ ইস্যু। শাপলা প্রতীক দাবি করে অনড় অবস্থানে এনসিপি, আর নির্বাচন কমিশন (ইসি) বলছে—শাপলা কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। দলের পক্ষ থেকে শুরু থেকেই শাপলাকে প্রতীক হিসেবে দাবি জানানো হয়েছে। কিন্তু নির্বাচন কমিশনের সর্বশেষ গেজেট অনুযায়ী রাজনৈতিক দলের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় শাপলা নেই। ফলে নিয়ম অনুযায়ী এনসিপিকে ওই তালিকার মধ্য থেকে একটি প্রতীক বেছে নিতে চিঠি দিয়েছে কমিশন। সময়ও বেঁধে দেওয়া হয়েছিল মঙ্গলবার পর্যন্ত। কিন্তু এনসিপি স্পষ্ট জানিয়েছে—শাপলা না দিলে তারা কমিশনের তালিকাভুক্ত ৫০টি প্রতীকের কোনোটিই নেবে না। শুধু তাই নয়, তারা ইসির সঙ্গে আর কোনো যোগাযোগও রাখবে না বলে জানাচ্ছে...