এই মাসেই বাংলাদেশে নামছে ওয়েস্ট ইন্ডিজ, তবে তাদের সফরসূচিতে এসেছে খানিকটা পরিবর্তন। আগের ঘোষণার পর নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যেখানে একদিন পিছিয়ে গেছে দ্বিতীয় ওয়ানডে এবং পরিবর্তিত হয়েছে টি–টোয়েন্টি সিরিজের সময়সূচিও।পূর্বঘোষণামতে, সিরিজ শুরু হবে ১৮ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম ওয়ানডের পর দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা ছিল ২০ অক্টোবর, কিন্তু তা পিছিয়ে নেওয়া হয়েছে ২১ অক্টোবর পর্যন্ত। তৃতীয় ও শেষ ওয়ানডে যথারীতি অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর একই ভেন্যুতে।ওয়ানডে সিরিজ শেষে দুই দল যাবে বন্দরনগরী চট্টগ্রামে, যেখানে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। নতুন সূচি অনুযায়ী, প্রথম টি–টোয়েন্টি মাঠে গড়াবে ২৬ অক্টোবরের পরিবর্তে ২৭ অক্টোবর, দ্বিতীয়টি ২৯ অক্টোবর, আর শেষ ম্যাচ যথারীতি ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে।মিরপুর ও চট্টগ্রাম—দুটি ভেন্যুতেই এই সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে...