বিশ্বজুড়ে ভ্রমণপিপাসুদের জন্য আসছে দারুণ সুখবর! এখন থেকে একাধিক নয় মাত্র একটি অভিন্ন ভিসা নিয়েই ভ্রমণ করা যাবে আরব বিশ্বের ছয়টি দেশ। চলতি বছরের শেষ দিকেই চালু হতে যাচ্ছে বহুল আলোচিত জিসিসি (GCC) গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসা যা উপসাগরীয় পর্যটন শিল্পে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে। সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তা সংস্থা ওয়াম (WAM)-কে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের অর্থনীতি ও পর্যটন মন্ত্রী এবং এমিরেটস ট্যুরিজম কাউন্সিলের চেয়ারম্যান আব্দুল্লাহ বিন তৌক আল মারি বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। নতুন জিসিসি গ্র্যান্ড ট্যুরিস্ট ভিসার মাধ্যমে বিদেশি পর্যটকেরা একক ভিসা ব্যবহার করে ভ্রমণ করতে পারবেন— এই উদ্যোগটি এসেছে ইউরোপীয় ইউনিয়নের সেনজেন ভিসা ব্যবস্থার অনুকরণে, যাতে একবার ভিসা নিয়ে ইউরোপের একাধিক দেশে ভ্রমণ করা যায়। আব্দুল্লাহ আল মারির ভাষায় “এই ভিসা শুধু ভ্রমণ সহজ করবে না,...