আজ প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজের জন্মদিন। ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনার আটপাড়া উপজেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন কবি। তাঁর লেখালেখির সূচনা ষাটের দশকে। তবে প্রথম কাব্যগ্রন্থ ‘যে জলে আগুন জ্বলে’ প্রকাশিত হয় ১৯৮৬ সালে। ২৬ বছর পর ২০১২ সালে প্রকাশিত হয় দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘কবিতা একাত্তর’। ২০১৯ সালে প্রকাশিত হয় শেষ কাব্যগ্রন্থ ‘বেদনাকে বলেছি কেঁদো না’। খুব কম সময়েই অল্প কিছু কবিতা লিখে জনপ্রিয়তা লাভ করেন কবি হেলাল হাফিজ। তাঁর কবিতার চরণ ফুটতে থাকে মানুষের মুখে মুখে। তাঁর জন্মদিনেও তার ব্যতিক্রম হয়নি। ভক্ত ও পাঠকেরা তাঁকে জন্মদিনে স্মরণ করেছেন সোশ্যাল মিডিয়ায়। বিভিন্নজন তাঁকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন পোস্ট দিয়ে। শুভজন তরুণ রাসেল তাঁরই কবিতার চরণ ধরে লিখেছেন, ‘স্মৃতি কখনো পুরনো হয় না, পুরনো হয় মানুষ।- হেলাল হাফিজ। জন্মদিনে ভালোবাসা...