মঙ্গলবার দুপুরে ৯৯৯-এ কল পাওয়ার পর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন। মৃত সামায়েল হাসদা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চান্দলাই গ্রামের সরকার হাসদার ছেলে। তিনি বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সামায়েল পোড়রা এলাকার তিনতলা একটি বাসার নিচতলায় একাই থাকতেন। সোমবার রাত ১০টার দিকে তিনি বাসায় ফেরেন। পরদিন সকালেও তিনি কর্মস্থলে না যাওয়ায় তার সহকর্মী নজরুল ইসলাম খোঁজ নিতে ওই বাসায় যান। ভেতর থেকে দরজা বন্ধ দেখে নজরুল ইসলাম বাসার মালিক সুলতান উদ্দিনকে বিষয়টি জানান। পরে সুলতান উদ্দিন ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুপুরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে খাটের উপর সামায়েলের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলে গিয়ে দেখা...