সোমবার হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদের নির্বাচন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। সহ-সভাপতি হয়েছেন মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ। নির্বাচনের পরদিন নতুন স্ট্যান্ডিং কমিটি চূড়ান্ত করেছে বিসিবি। মঙ্গলবার বিসিবির নতুন বোর্ডের প্রথম সভায় কমিটি চূড়ান্ত করা হয়। দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পযর্ন্ত চলে সভা। পরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির পাঁচ পরিচালক ইফতেখার রহমান মিঠু, আমজাদ হোসেন, শানিয়ান তানিম নাভিন, আব্দুর রাজ্জাক ও খালেদ মাসুদ পাইলট। ইফতেখার জানিয়েছেন, স্ট্যান্ডিং কমিটি এবং কে কোন বিভাগের দায়িত্বে থাকবেন সেসব বিষয়ে। বিসিবির মোট ২৩টি কমিটির সবকটি চূড়ান্ত হয়েছে। ওয়ার্কিং কমিটির দায়িত্ব পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলামই। ক্রিকেট অপারেশান্স কমিটি সামলামেন নাজমুল আবেদীন ফাহিম। মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আমজাদ হোসেন। এক নজরে কে কোন কমিটির দায়িত্বেওয়ার্কিং...