রাঘব জুয়েল বলেন, “সেখানে আমরা যে আনন্দ করেছি, সেটা একেবারেই অন্যরকম। উনি (সালমান) মানুষের যত্ন নিতে ভালোবাসেন, অতিথি আপ্যায়নে করতে খুব পছন্দ করেন। ভয়ানক পার্টি চলে। তারপর আমি ঘোড়ার যৌন মিলন দেখেছি। উনি বললেন, ‘চলো ঘোড়ার মিলন দেখি’। তখন রাত ৩টা বাজে। জীবনে এমন কিছু আগে কখনো দেখিনি। সেখানে একটা পুরুষ ঘোড়া ছিল।” সালমান খানের নিয়ম ভাঙার প্রবণতার কথা স্মরণ করে রাঘব জুয়েল বলেন, “উনার ফার্মহাউজ এক কথায় দারুণ মজার জায়গা। তার ডার্ট বাইক আছে, যেটা দিয়ে ঝরনা আর ছোট ছোট...