সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানার ফ্যাক্টরি ম্যানেজারকে কুপিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। মঙ্গলবার (৭ অক্টোবর) এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হলে আশুলিয়া থানায় মামলা করেন আহত ফ্যাক্টরি ম্যানেজার তাওস খান জনি। তিনি নরসিংহপুর এলাকার এলিয়েন অ্যাপারেলন্স লিমিটেড (আঞ্জুমান ডিজাইনস লিমিটেডের) ম্যানেজার। সকালে অ্যালিওন ফ্যাক্টরির ম্যানেজার জনির ওপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন কারখানার শ্রমিকরা। গত ৫ অক্টোবর আশুলিয়ার নরসিংহপুরের বান্দু ডিজাইনসংলগ্ন চৌরাস্তা এলাকায় তাওস খান জনিকে কুপিয়ে হত্যার চেষ্টা করে সন্ত্রাসীরা। আরও পড়ুনআরও পড়ুনইউএনওর বিরুদ্ধে বিএনপি নেতার কাছ থেকে ঘুস নেওয়ার অভিযোগ আহত ফ্যাক্টরি ম্যানেজারের ছেলে তানভীর খান তুহিন যুগান্তরকে বলেন, ৫ অক্টোবর বিকালে তার বাবা কারখানা থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। এ সময় তিনি বান্দু ডিজাইন সংলগ্ন চৌরাস্তা এলাকায় পৌঁছলে একদল সন্ত্রাসী দেশীয়...