আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সবার জন্য সমান সুযোগের প্রতিযোগিতা নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ দ্রুত নির্বাচন কমিশনের (ইসি) হাতে নেওয়ার পরামর্শ দিয়েছেন সাবেক নির্বাচন কর্মকর্তারা। মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সঙ্গে এক বৈঠকে এসব পরামর্শ দেন সাবেক কর্মকর্তারা। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাবেক কর্মকর্তারা বলেন, দলনিরপেক্ষ ভূমিকা বজায় রাখার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা পুনরুদ্ধারে প্রশাসনে দৃশ্যমান রদবদল আনা জরুরি। পাশাপাশি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে মাঠ প্রশাসন, বেসামরিক প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করার আহ্বান জানান তারা। সিইসি নাসির উদ্দিন বলেন, “সাবেক কর্মীদের পরামর্শ আমাদের চিন্তার খোরাক যোগাবে। ব্যাংক থেকে ভোটগ্রহণ কর্মকর্তা নেওয়ার কথাও ভাবছি, যাতে সরকারি কাঠামোর বাইরের লোকবল...