রাষ্ট্রায়ত্ত তেল সরবরাহকারী প্রতিষ্ঠান যমুনা অয়েল কর্তৃপক্ষের (জেওসিএল) চুক্তি বাতিল ও আদালতের আদেশ বহাল থাকার পরও চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় অবৈধভাবে চলছে ইমাম শরীফ ফিলিং স্টেশন। অভিযোগ উঠেছে, চুক্তি বাতিল হওয়া এবং ভ্রাম্যমাণ আদালতের সিলগালা ভেঙে দীর্ঘ দিন ধরে চোরাই তেল বিক্রি করছে প্রতিষ্ঠানটি। এই অবৈধ কার্যক্রমে জেওসিএলের অসাধু কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশের অভিযোগ উঠলেও রহস্যজনকভাবে কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না। একাধিক সূত্রে জানা যায়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২০২২ সালের ১০ মার্চ থেকে চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিং এলাকার ইমাম শরীফ ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ রেখেছে যমুনা অয়েল কর্তৃপক্ষ। এরপরও ফিলিং স্টেশনটিতে তেল বিক্রি বন্ধ হয়নি। পরে চোরাই তেল বিক্রির দায়ে ওই বছরের ২০ এপ্রিল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফিলিং স্টেশনটি সিলগালা করে দেওয়া হয়। সেই সিলগালা খুলে...