গতকাল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এরপর থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল স্ট্যান্ডিং কমিটির কে কোন দায়িত্ব পাচ্ছেন। সেই প্রশ্নের উত্তর মেলাতে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) প্রথম সভায় বসেছিলেন বিসিবির নতুন নির্বাচিত পরিচালনা পর্ষদ। দুপুর সাড়ে ১২টায় মিরপুরে শুরু হয় সভা। প্রায় আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে চলে সভা। সেখানেই আগামী দুই মাসের জন্য চূড়ান্ত হয় ২৩টি কমিটি। এর মধ্যে তিনটি কমিটি নিজের কাছে রেখে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আবারও ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। গত বছর সরকার পরিবর্তনের পরে বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছিলেন ফারুক আহমেদ। কিন্ত নানা সমালোচনা আর অব্যবস্থাপনায় দায়িত্ব পূর্ণ করতে পারেননি তিনি। তবে, বর্তমানে বোর্ডে আবারও পরিচালক পদে নির্বাচিত হয়েছেন তিনি। হয়েছেন বিসিবির সহসভাপতিও। কিন্তু কোনো কমিটিরই চেয়ারম্যান করা হয়নি...