০৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৬ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ০৬:৪৬ পিএম উজানে প্রবল বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও টানা ভারি বর্ষণের কারণে লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের কয়েক হাজার ঘরবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে, তলিয়ে গেছে আমন ধান ও আগাম শীতকালীন সবজির বহু খেত, ডুবে গেছে কাঁচা-পাকা সড়ক, ভেঙে পড়েছে স্থানীয়ভাবে নির্মিত বাঁধ, ভেসে গেছে পুকুর-জলাশয়ের মাছ। শত শত পরিবার আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্র ও উঁচু স্থানে। তবে বর্তমানে পানি কমতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, মঙ্গলবার সকাল ৬টায় তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারাজ পয়েন্টে বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে এবং কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে গত রোববার রাত ১১টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড...