যাত্রী সোহাগ জানান, ঢাকা থেকে ভৈরব চলে আসি ২ ঘণ্টার মধ্যে। আর ভৈরব থেকে বিজয়নগরের রামপুর পর্যন্ত ২০ কিলোমিটার সড়ক অতিক্রম করতে সময় লেগেছে ১১ ঘণ্টা। এ কষ্ট কাকে বলবো বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। বাসচালক জসিম শেখ জানান, সিলেট থেকে বাস নিয়ে ঢাকা যাচ্ছি। বিশ্বরোডের মোড় আর আশুগঞ্জে গোল চত্বর নামটি শুনলেই আগে থেকে ভোগান্তির কথা মনে পরে গায়ে কাপনি চলে আসে। কারণ ১৫ থেকে ২০ কিলোমিটার পথ অতিক্রম করতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লেগে যায়। তিনি...